DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

রাজনীতি

খুলনায় মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

খুলনা জেলার তেরখাদায় অপারেশন ডেভিল হান্টে অভিযানে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ও মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক কায়নাত সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ফেব্রুয়ারি) রাতে

খুলনা ব্যুরো
Printed Edition
Default Image - DS

খুলনা জেলার তেরখাদায় অপারেশন ডেভিল হান্টে অভিযানে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ও মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক কায়নাত সিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ফেব্রুয়ারি) রাতে উপজেলা সদরের কাটেঙ্গা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারারকৃত কায়নাত শিকদার উপজেলা সদরের মৃত. নুর মোহাম্মদ শিকদারের ছেলে।

এ ব্যাপারে তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, অপরাধ দমনে ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশের মতো তেরখাদাতে অপারেশন ডেভিল হান্ট অভিযানে তাকে গ্রেফতাার করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। অপরাধীদের গ্রেফতার করতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।