ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ক্যান্সার আওয়ামী লীগ, ব্যান ব্যান আওয়ামী লীগ, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা, জ্বালোরে জ্বালো আগুন জ্বালো। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এমন স্লোগানে উত্তাল খুলনা মহানগরীর শহীদ মীর মুগ্ধ মোড় (শিববাড়ির)। শুক্রবার (০৯ মে) জুম্মার নামাযের পর থেকে খুলনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্র ও যুব আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, দ্যা রেড জুলাইসহ বিভিন্ন সংগঠন এ বিক্ষোভ করেন। বৈশাখের তপ্ত রৌদ্দুর উপেক্ষা করে এতে যোগ দেন নানা শ্রেণী পেশার মানুষ।

শিববাড়ির বিক্ষোভ শেষে মিছিল নিয়ে ময়লাপোতার মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে খুলনা মহানগরী ছাত্র শিবির। এতে বক্তব্য রাখের ইসলামী ছাত্রশিবিরের খুলনা মহানগরী সেক্রেটারি রাকিব হাসান।

শিববাড়ির মোড়ে ব্লকেড কর্মসূচি পালিত হওয়ায় খুলনা-যশোর মহাসড়ক, শিববাড়ি থেকে সোনাডাঙ্গা, ময়লাপোতা, রূপসা সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে খুলনা মহানগরী শিববাড়ি মোড়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালনের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (০৯ মে) জুমার নামাযের পর শিববাড়ি মোড়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে দলটি।

ব্লকেড ও অবস্থান কর্মসূচিতে বলা হয়, এই বাংলায় আওয়ামী লীগের ঠিকানা হবে না। আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন একটি সন্ত্রাসী সংগঠন। এই সন্ত্রাসী সংগঠন দীর্ঘ ১৬ বছর ছাত্র-জনতার উপরে অন্যায় অত্যাচার করেছে। ৫ আগস্ট আওয়ামী লীগের এই বাংলায় থাকার অধিকার শেষ হয়ে গেছে। অতি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

এনসিপি ও জানাক (জাতীয় নাগরিক কমিটি) সংগঠক আহম্মদ হামীম রাহাত বলেন, খুনি হাসিনা পালিয়ে যাওয়ার ৯ মাস পেরিয়ে গেলেও শুধুমাত্র ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে। বার বার দাবি জানানোর পরও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। সাধারণ মানুষ দলটিকে রাজনীতিতে আর দেখতে চায় না। এবার আ’লীগ নিষিদ্ধ করেই এ আন্দোলন থামকে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও খুলনা জেলা শাখার সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, ফ্যাসিস্ট হাসিনা বিগত ১৬টি বছর সাধারণ মানুষের উপর অমানবিক জুলুম নির্যাতন করেছেন। তার দল আওয়ামী লীগ খুনের রাজত্ব করেছে। জুলাই আন্দোলনে নিরীহ ছাত্র-জনতার উপর গুলী চালিয়েছে। এর পরও এ দলটিকে নিষিদ্ধ করা হয়নি। এবার আ’লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত রাজপথে থাকবো।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর কমিটির উপদেষ্টা মিনহাজুল আবেদীন সম্পদ বলেন, আওয়ামী লীগ এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের জুলুম নির্যাতন, দুর্নীতি লুটপাট ও তাদের অন্যায় অপকর্মের খতিয়ান জাতির জানা আছে। এ দলটি নিষিদ্ধ এখন সময়ের দাবি।