বাংলাদেশ জামায়াত ইসলামির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, আমরা বাংলাদেশে আর কোন দুর্নীতিবাজ, খুনি ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর শাসন চাই না। দেশ পরিচালনায় মেধাবীদের সম্মিলন ঘটিয়ে একটি সুখী, সমৃদ্ধশালীড় নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। তিনি গত শুক্রবার সকালে স্টুডেন্টস ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের হল রুমে আয়োজিত ইতিহাস অলিম্পিয়াড-২০২৫ইং এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন,বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার যুব বিভাগের সেক্রেটারি, সাবেক ছাত্রনেতা উপাধ্যক্ষ শাহাদাত হোসাইন। বিশেষ অতিথি ছিলেন, স্টুডেন্টস ওয়েলফেয়ার ক্লাবের প্রধান উপদেষ্টা আনিসুর রহমান, সাংবাদিক আরাফাত হোসেন বিপ্লব, প্রচ্ছদ প্রকাশনীর ব্যবস্থাপনা পরিচালক আবু সুফিয়ান,অফ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব মাহমুদুল হক পেয়ারু ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সভাপতি আলী হোসাইন ও হাফেজ মাওলানা মুছা তুরাইন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, স্টুডেন্টস ওয়ালফেয়ার ক্লাবের সভাপতি আবরার হোসাইন সাঈদী।