গাজীপুরের কালিগঞ্জ উপজেলার চুপাইর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের দীর্ঘদিনের সুপেয় পানির চাহিদা পূরণে স্থাপন করা হয়েছে নতুন গভীর নলকূপ।
সোমবার (১১ আগস্ট) সকালে এর উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর, বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ও গাজীপুর-৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মোঃ খায়রুল হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই গভীর নলকূপের মাধ্যমে ছয় শতাধিক শিক্ষার্থীর জন্য নিরাপদ ও সুপেয় পানির স্থায়ী ব্যবস্থা নিশ্চিত হলো, যা তাদের স্বাস্থ্য সুরক্ষা ও পড়াশোনার পরিবেশ উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দেবনাথ, জামালপুর ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ কামরুল হাসান, ইউনিয়ন সেক্রেটারি মোঃ তোফায়েল মাষ্টার, বক্তারপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ সালাহউদ্দিনসহ শিক্ষকবৃন্দ।