জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আগণের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন- জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনীতির একটি অবিচ্ছেদ্য অংশ। ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার সীমাহিন ত্যাগ জাতি আজীবন শ্রদ্ধা ভরে স্মরণ করবে। জামায়াত জুলাই শহীদদের স্বপ্ন পূরণে গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করছে। ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের সকল রাজনৈতিক দলের উচিত জুলাই চেতনাকে ধারণ করা।

তিনি গত শুক্রবার রাতে সিলেট মহানগরীর শাহপরান পূর্ব থানা জামায়াতের উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের সেন্টার কমিটি গঠন উপলক্ষে সেন্টার ভিত্তিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বিশিষ্ট সমাসজেবী ডা. এম এ আজিজের সভাপতিত্বে ও মাওলানা সুলাইমান হোগেণের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, শাহপরান পূর্ব থানা আমীর শামীম আহমদ ও নায়েবে আমীর মাওলানা ফয়জুর রহমান।

প্রধান অতিথি আরও বলেন, আমাদের দেশ একটি সম্ভাবনায় দেশ। সৎ যোগ্য ও সঠিক নেতৃত্ব নির্বাচন করতে পারলে এবং ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করলে দেশের চেহারা পাল্টাতে বেশীদিন লাগবেনা। জামায়াত গেণ স্বপ্নের বাংলাদেশ গঠন করতে চায়। জাকায়াত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালুর মাধ্যমে দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে চায়।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জামায়াত নেতা আব্দুল জলিল, আব্দুল বাছিত বাগণ, রাশিদ আহমদ, মাওলানা আব্দুল কুদ্দুস, সেলিম উদ্দিন, আব্দুল্লাহ সাদিক, আকবর আলী, তাজুল ইসলাম, নিজাম উদ্দিন, মিনহাজ আহমেদ চৌধুরী, আমিনুর রহমান, সৈয়দ শাহ আলম, কামরান আহমদ শুভ ও থানা ছাত্রশিবিরের সেক্রেটারি নাজমুস সাকিব প্রমুখ।