বিএনপি নেতা জয়নুল আবেদীন ফারুক ‘জামায়াতে ইসলামী মসজিদে মসজিদে মহিলাগুলোকে একত্রিত করে বেহেস্তের টিকেট দেয়া শুরু করেছে’ মর্মে যে ভিত্তিহীন মিথ্যা বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বিবৃতি দিয়েছেন।

গতকাল রোববার দেয়া বিবৃতিতে তিনি বলেন, বিএনপি নেতা জয়নুল আবেদীন ফারুক গত ১০ এপ্রিল এসএ টেলিভিশন চ্যানেলের এক টক শোতে ‘জামায়াতে ইসলামী মসজিদে মসজিদে মহিলাগুলোকে একত্রিত করে বেহেস্তের টিকেট দেয়া শুরু করেছে’ মর্মে যে ভিত্তিহীন মিথ্যা বক্তব্য দিয়েছেন আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তার এ বক্তব্যের মধ্যে সত্যের লেশমাত্রও নেই। তার এ বক্তব্য হীন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই তিনি জামায়াতে ইসলামীর বিরুদ্ধে আজগুবি, বানোয়াট ও হাস্যকর বক্তব্য দিয়েছেন। তার মত একজন প্রবীণ ব্যক্তির মুখে এ ধরনের হালকা বক্তব্য মানায় না। জামায়াতের সমালোচনা করার মত কোনো কিছু না পেয়ে জয়নুল আবেদীন ফারুক ইসলামী দাওয়াত সম্পর্কে কটাক্ষপূর্ণ হাস্যকর বক্তব্য দিয়ে নিজের মর্যাদা ক্ষুণœ করেছেন। এভাবে আজগুবি ও অসাড় বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা অত্যন্ত হাস্যকর।

নিজের অবস্থান ও মর্যাদার কথা চিন্তা করেই জামায়াতে ইসলামী সম্পর্কে বানোয়াট ও হাস্যকর মিথ্যা বক্তব্য দেয়া থেকে বিরত থাকার জন্য তিনি বিএনপি নেতা জয়নুল আবেদীন ফারুকের প্রতি আহ্বান জানান।