আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৪ ও ৫ আসনের নির্বাচনী দায়িত্বশীলদের নিয়ে গতকাল শুক্রবার শহরের আলী আহমদ চুনকা নগর পাঠাগারে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এইচ এম হামিদুর রহমান আযাদ। বলেন, প্রয়োজনীয় সময়ের মধ্যে পেশীশক্তি, কালো টাকা ও সন্ত্রাসমুক্ত পরিবেশ সৃষ্টি করে নির্বাচন দিতে হবে। জামায়াত নেতৃবৃন্দকে উদ্দেশ করে তিনি বলেন, জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করে যোগ্যতা ও সততার সাথে জনগণের জন্য কাজ করে যেতে হবে। এদেশের মানুষ একটা ভালো সরকার প্রত্যাশা করে, আর সেই প্রত্যাশা পূরণে জামায়াতের প্রতিটি নেতা কর্মীকে ভূমিকা রাখতে হবে।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে শিক্ষা শিবিরে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা অঞ্চল দক্ষিণ পরিচালক সাইফুল আলম খান মিলন।

বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন। ইসলামই ন্যায় ইনসাফ এবং বৈষম্যহীন সমাজ গঠনের গ্যারান্টি। ইসলামী আদর্শের মূর্ত প্রতীক হিসেবে কুরআন সুন্নাহর আলোকে নিজেদের গঠন করার জন্য জামায়াতে ইসলামীর মাঠ পর্যায়ের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান তিনি। দেশের এই ক্রান্তিকালে সকল প্রকার বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করতে হবে।

নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের সঞ্চালনায় শিক্ষা শিবিরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ জেলা আমীর মমিনুল হক সরকার, নারায়ণগঞ্জ মহানগরীর নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুম, জেলা সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান, মহানগরী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো: জামাল হোসাইন, আবু সাঈদ মুন্না, এইচ এম নাসির উদ্দিনসহ জেলা ও মহানগরীর কর্মপরিষদ সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।