বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা : নাটোরের বড়াইগ্রামে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর সমর্থনে গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার নগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে বাঘাইট বাজারে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম। অনুষ্ঠানে ওয়ার্ড জামায়াতের সভাপতি আসাদুর রহমান মুক্তারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু বকর সিদ্দিক, নগর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাসিনুর রহমান, সেক্রেটারি হাফেজ ইসাহাক আলী, জেলা ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক ইকবাল হোসেন, জামায়াত নেতা অধ্যাপক আবু সাঈদ, মোজাম্মেল হক, সাবেক শিবির নেতা জুবায়ের হোসেন তুষার ও জাহিদ হাসান বক্তব্য রাখেন। এর আগে জামায়াতের প্রার্থীসহ নেতাকর্মীরা বাঘাইট বাজারসহ পার্শ্ববর্তী এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ করেন।