আওয়ামী লীগ গণশত্রেু পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘আজহার-শফিক’ ফাউন্ডেশনের আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সংগঠনটির আজ ছিলো ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।

জাহিদ হোসেন বলেন, মেহেদি হাসানকে প্রধান উপদেষ্টা যে সাক্ষাৎকার দিয়েছেন, সেটি আপনাদের মতো আমিও পত্র-পত্রিকায় বা মিডিয়ার কল্যাণে কিছুটা পড়া এবং দেখার সুযোগ হয়েছে। উনি বেশ কতগুলো কথা বলেছেন, অমর্ত্য সেন উনাকে কি বলেছেন বা মেহেদি হাসান যে প্রশ্ন করেছেন এবং মেহেদি হাসানের প্রশ্নের উত্তরে মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন-, যেটা মানুষের মধ্যে একটু, ইভেন আমার মধ্যেও এক ধরনের প্রশ্নবোধক চিহ্ন হয়েছে।

তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে কোন অবস্থাতে গণহত্যাকারী এবং গণদুশমন যারা ছিল, যারা গুম করেছে, যারা মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, যারা মানুষের সম্পদ লুণ্ঠন করে বিদেশে নিয়ে পাহাড় গড়েছে তাদেরকে বিচার এবং বিচারের আওতায় আনতে হবে। বিচারহীনতার যে সংস্কৃতি, আয়নাঘর বলেন, গুম বলেন, এনকাউন্টার বলেন অর্থাৎ প্রতিহিংসা পরায়ণতার যে চরমপরাকাষ্ঠা উনারা দেখিয়েছেন এর বিরুদ্ধে বিএনপি সবসময় সোচ্চার এবং আমরা মনে করি, তারা গণদুশমন।

জাহিদ বলেন, তাদের (আওয়ামী লীগ) বিচার ছাড়া বা তাদের অনুশোচনা ছাড়া, আজকে যদি আমরা একাত্তর নিয়ে এত কথা বলি। তাহলে এই ’২৪ এ গত ১৫ বছরে দেশের ভোটাধিকার চুরি, দিনের ভোট রাতে করেছে তার জন্য তাদের অনুশোচনা হবে না, এটা তো হতে পারে না। তাদেরকে অবশ্যই আনকন্ডিশনালি জনগণের কাছে ক্ষমা চাইতে হবে, যেটা জনগণ সিদ্ধান্ত নেবে ক্ষমা করবে কি করবে না। এটি ব্যক্তিগতভাবে কারো করার বিষয় আছে বলে আমি মনে করি না।