কয়েকটি দলের নভেম্বরে গণভোটের দাবি অন্য কোনো মাস্টার প্ল্যানের অংশ হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গণভোট নভেম্বরে করার পেছনে আপনাদের অন্য কোন মাস্টার প্ল্যান আছে কি না? জনমনে একটা বিভ্রান্তি তৈরি করাটা এদের উদ্দেশ্য কিনা এই প্রশ্ন আজকে মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। গতকাল মঙ্গলবার দুপুরে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ওলামা দলের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। রিজভী বলেন, একই দিনে পার্লামেন্ট নির্বাচন এবং গণভোট হয়ে যাবে একই ব্যালটে একই সময়ে, ভোটাররা যখন ভোট দিতে যাবেন তখনই দেওয়া হবে। সময় বাঁচিয়ে এই কাজটা হচ্ছে। তা না করে আপনি নভেম্বরে করতে চাচ্ছেন কেনো? রিজভী বলেন, গণভোট করলেও তো তার একটা প্রস্তুতি আছে, এখন অক্টোবর মাস আগামী মাস নভেম্বর, ওটা তো এক মাসে সম্ভব নয়। আপনারা জবরদস্তি করে বলছেন যে, আগাম গণভোট দিতে হবে। কেন? মনে হচ্ছে জাতীয় নির্বাচনকে প্রলম্বিত করতে এমন দাবি জরা হচ্ছে।
রিজভী বলেন, কিছু রাজনৈতিক দল তারা বোধহয় কোনভাবেই নির্বাচন চাচ্ছে না। কারণ এদের অতীত ইতিহাসে নির্বাচন-গণতন্ত্রের প্রশ্নে এদের কোন কমিটমেন্টই নাই। তিনি বলেন, ২০০৮ সালের যে নির্বাচনে বেগম খালেদা জিয়া নেতৃত্বাধীন বিএনপি যেতে চায়নি। যেহেতু তারা তখন চার দলীয় জোটে ছিল তারা চাপ দিল, তা না হলে আমরা চলে যাব, বাধ্য হয়ে যেতে হয়েছিল। রিজভী বলেন, এর কি পরিণতি হল? পরিণতি হল তাদের পাঁচ ছয় জন নেতার গলা চলে গেল। কিন্তু তারপরেও তারা কেন জানি হাসিনার প্রতি, আওয়ামী লীগের প্রতি তাদের লেজ ধরে চলতে খুব ভালোবাসে। ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা আলমগীর হোসাইনের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা মোহাম্মদ আবুল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহ ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আবদুল বারী ড্যানি প্রমুখ বক্তব্য রাখেন।