নির্বাচনি প্রচারের প্রথম দিন ঢাকা ১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। জনসভায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ঢল নেমেছে।

বৃহস্পতিবার দুপুর ২টা ৫০ মিনিটে রাজধানীর মিরপুর-১০ নম্বরে আদর্শ স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জনসভার কার্যক্রম শুরু হয়। তবে তার আগেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে দাঁড়িপাল্লার স্লোগানের সঙ্গে সেখানে জমায়েত হন নেতাকর্মীরা।

bji-mirpur

‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’ নির্বাচনি স্লোগানে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন জামায়াতের আমির ও ঢাকা-১৫ আসনের প্রার্থী ডা. শফিকুর রহমান।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, জনসভায় উপস্তিত হয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা-১২ আসনে জামায়াতের প্রার্থী জনাব সাইফুল আলম খান মিলন, জনাব মোবারক হোসাইন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মুসা, ঢাকা-১৪ আসনের প্রার্থী ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম, ঢাকা-১৬ আসনের প্রার্থী কর্নেল (অব.) আব্দুল বাতেন, ঢাকা-১৭ আসনের প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান প্রমুখ।

আসন পরিচালক আব্দুর রহমান মুসার সভাপতিত্বে ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের সঞ্চালনায় জনসভায় উদ্বোধনী বক্তব্য দেন শহীদ আব্দুল হান্নান খানের ছেলে ডা. সাইফ খান। বক্তব্য রেখেছেন স্থানীয় জামায়াত নেতাা আব্দুল মতিন খান, আনোয়ারুল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মো: তসলিম।

এদিকে মিরপুরের জনসভার মধ্য দিয়ে একটানা চার দিনের নির্বাচনি কর্মসূচি শুরু করলেন জামায়াত আমির। শুক্রবার থেকে তিনি উত্তরাঞ্চলে সফর করবেন। ২৫ জানুয়ারি ফের ঢাকার বিভিন্ন আসনে নির্বাচনি গণসংযোগ করবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।