বাংলাদেশে 'পুশ-ইন'-এর নামে সৃষ্ট নৈরাজ্যের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান দেখানোর আহ্বান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (৮ মে) তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ আহ্বান করেন তিনি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে গায়ের জোরে, অন্যায়ভাবে "পুশ ইন"-এর নামে যে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে, তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।
তিনি আরও বলেন, বাংলাদেশ ও এর জনগণ মাথা উঁচু করে বাঁচতে চায়। মহান আল্লাহ ছাড়া আর কারও কাছে আমরা মাথা নত করব না।
এই বিষয়ে আমাদের সরকার যেন কোনো দুর্বলতা না দেখায়। আগ্রাসনকে স্পষ্টভাবে 'না' বলুন।”
সম্প্রতি সীমান্তে ‘পুশ-ইন’ নিয়ে আলোচনা ও বিতর্কের মধ্যে জামায়াত আমীরের এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।