খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ফিলিস্তিনের মানুষের আজ ঈদ নাই। ঈদের আনন্দকে বর্বর ইসরাইল বোমা মেরে কেড়ে নিয়েছে। নারী-শিশুদেরকে হত্যা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্টের সহযোগীতায় ইসরাইল আরো উন্মত্ত হয়ে উঠেছে। যুদ্ধাপরাধী ইসরাইলী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার বাহিনীকে যে কোন মূল্যে শায়েস্তা করতে হবে, পরাভূত করতে হবে। আজকে ভেদাভেদ ভুলে গিয়ে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে ইসরাইলকে পরভূত করা সম্ভব। ওআইসি ও আরবলীগ নেতৃবৃন্দকে অবিলম্বে কার্যকর উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানাচ্ছি। আজ আমরা শুধু সমবেদনা জানাতে এখানে আসি নাই। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়েছে। বিশ্বজুড়ে শান্তিকামী মানুষের ক্ষোভের অনল ইসরাইল ও তার পৃষ্ঠপোষকদের অচিরেই ধ্বংস ডেকে আনবে ইনশাআল্লাহ। তিনি গত সোমবার খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক কাজী আরিফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল, কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, ঢাকা মহানগরী উত্তর সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল কে এম ইমরান হোসাইন, খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলহাজ্ব নুর হোসেন, আমীর আলী হাওলাদার, মাওলানা নুরুল হক, শ্রমিক মজলিস ঢাকা মহানগরী উত্তর সভাপতি ইঞ্জিনিয়ার মতিউর রহমান। এছাড়াও আজকে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর, নারায়ণগঞ্জ মহানগরী, সিলেট মহানগরী সহ সারা দেশের বিভিন্ন শাখায় সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।