গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক তাণ্ডব চালিয়েছে ফ্যাসিবাদী গোষ্ঠী আওয়ামী লীগ ও ছাত্রলীগ। এনসিপির সমাবেশে হামলা করে ভাঙচুর চালানোর পর সমাবেশ থেকে ফেরার পথে রাস্তা অবরোধ করে নেতৃবৃন্দের গাড়িবহরে ফের হামলা করা হয়।

আজ বুধবার (১৬ জুলাই) জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ও সমাবেশ কর্মসূচি বানচাল করতে ব্যাপক সন্ত্রাসী হামলা ও তাণ্ডব চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগ। তাদের হামলা থেকে সাংবাদিকরাও রেহাই পাননি।

এসময় অনেক পুলিশ ও সাংবাদিক অবরুদ্ধ হয়ে পড়ে। বিকেল সাড়ে ৪টার দিকে মাঠে নেমেছে সেনাবাহিনী। গোপালগঞ্জ থেকে অন্যান্য জেলায় যাওয়ার রুটগুলো গাছের গুঁড়ি ফেলে বন্ধ করে দিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ।

এদিকে এ ঘটনায় গোপালগঞ্জ জেলা রি‌পোর্টার্স ফোরা‌মের অফিসে হামলা চালায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ। এতে যমুনা টি‌ভির সি‌নিয়র স্টাফ রি‌পোর্টার মোজা‌ম্মেল হো‌সেন মুন্না ও ডি‌বি‌সি টে‌লি‌ভিশ‌নের রি‌পোর্টার সুব্রত সাহা বা‌পিসহ অনেক সাংবা‌দিক আহত হ‌য়ে‌ছেন।

তাদেরসহ এ ঘটনায় আহত অনেককে ‌গোপালগঞ্জ সদর হাসপাতা‌লে নেওয়া হ‌য়ে‌ছে। তবে নি‌শ্চিতভা‌বে বলা যা‌চ্ছে না যে কতজন হতাহত হ‌য়ে‌ছেন।

আইনশৃঙ্খলা বাহিনী ফাঁকা গু‌লি ছুড়ে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।