রাজধানীর শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনরতদের ফ্রি চিকিৎসাসেবা দিচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে শাহবাগে বিক্ষোভ করছে বৈষম্য বিরোধী আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামি ছাত্র শিবিরসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন।

তীব্র তাপদাহ উপেক্ষা করে রাস্তায় দিনভর আন্দোলন করতে এসে অনেকেই অসুস্থ হচ্ছেন। এসকল আন্দোলনকারীদের জন্য ফ্রি চিকিৎসা সেবা দিচ্ছে ইসলামি ছাত্র শিবির।

শাহবাগের ট্রাফিক পুলিশ বক্সের সামনে স্থাপন করা হয়েছে ছাত্রশিবিরের ফ্রি চিকিৎসাসেবা ক্যাম্প। সেখানে কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে আন্দোলনকারীদের প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। অনেকেই তীব্র গরমে অসুস্থ হয়ে সেখান থেকে চিকিৎসা নিচ্ছেন।

খাবার পানি, স্যালাইন, ফার্স্ট এইড ছাড়াও বেশ কিছু প্রাথমিক ওষুধ দেওয়া হচ্ছে শিবিরের চিকিৎসাকেন্দ্রে।

আয়োজকরা জানান, শুক্রবার (৯ মে) বিকেল সাড়ে তিনটা থেকে এই চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে। চিকিৎসাকেন্দ্রে দায়িত্বরতদের সঙ্গে কথা বলে জানা গেছে, যতক্ষণ আন্দোলন চলবে ততক্ষণ তাদের এই ফ্রি চিকিৎসাকেন্দ্র চলমান থাকবে।

উল্লেখ্য, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনকারীরা। স্লোগানে স্লোগানে উত্তাল কয়েক হাজার ছাত্র-জনতা।

এর আগে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তার পরপরই শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা।

শুক্রবার (৯ মে) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে মিন্টো রোড থেকে শাহবাগ অভিমুখে মিছিল নিয়ে আসেন আন্দোলনকারীরা। এরপর শাহবাগ মোড়ে বসে পড়েন আন্দোলনকারীরা। এতে এনসিপি, শিবির, আপ বাংলাদেশ, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা দলে দলে যোগ দেন।

এ সময় তারা ব্যান ব্যান আওয়ামী লীগ, একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাইসহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

বিকেল ৫টার দিকে আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদের নেতৃত্বে কয়েকশ মানুষ মিছিল নিয়ে শাহবাগে যোগ দেন। এ ছাড়া কওমিসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা যোগ দেন।

সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলামোটর অভিমুখ থেকে ঢাকা মহানগর শিবিরের কয়েকশ নেতাকর্মী শাহবাগে এসে যুক্ত হয়েছেন। এ সময় তারা শিবির শিবির স্লোগান দিতে থাকেন।

শাহবাগে ব্লকেডে অংশ নেওয়া ব্যক্তিরা বলছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা।

এর আগে সকালে যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে এই জমায়েতের ডাক দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

এ সময় তিনি বলেন, ফোয়ারার সামনে মঞ্চে বাদ জুমা জনসমুদ্র হবে। আজ তারা বুঝতে পারবে কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়।