স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
গাজীপুরের ২ আসন থেকে সংসদ প্রার্থী হতে চান বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আফজাল হোসেন কায়সার।
সোমবার দুপুরে গাজীপুর শহরে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি তার আগ্রহের কথা জানিয়ে বলেন, “আমি জনগণের উন্নয়ন নিয়ে জনগণকে সাথে নিয়ে রাজনীতি করতে চাই। আগামী সংসদ নির্বাচনে আমার দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে গাজীপুরের ২ আসন থেকে আমি সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করব।”
কায়সার আরও জানান, “গাজীপুরকে একটি আধুনিক, সমৃদ্ধ ও বাসযোগ্য শহরে রূপান্তর করতে হলে জনগণকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। জনগণকে সাথে নিয়ে আমি শহরের উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে কার্যক্রম চালাতে চাই।”
তিনি তার রাজনৈতিক অতীত স্মরণ করে জানান, উপজেলা চেয়ারম্যান থাকাকালে সর্বদা জনসেবাকে অগ্রাধিকার দিয়েছেন এবং বিএনপির আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকে গণতন্ত্র রক্ষার লড়াই চালিয়ে গেছেন। তিনি বিএনপির গাজীপুর মহানগরের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সভায় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা সমাজের দর্পণ, জনগণের কণ্ঠস্বর। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ গণতন্ত্রকে শক্তিশালী করে, তাই গাজীপুরবাসীর আশা-আকাঙ্ক্ষা তুলে ধরুন।”
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আক্তারুজ্জামান, যুবদল নেতা মোখলেছুর রহমান, মোহাম্মদ রফিজ উদ্দিন,এ্যাডভোকেট লাবিব উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ, যারা কায়সারের পরিকল্পনা ও অঙ্গীকারের প্রতি সমর্থন প্রকাশ করেন। কায়সার সাংবাদিক সমাজের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আপনাদের সহযোগিতা ও উপস্থিতি আমার আগামী দিনের পথচলায় বড় প্রেরণা হবে। গাজীপুরবাসীর আস্থা ও ভালোবাসাই আমার শক্তি।”