নোয়াখালীর সুবর্ণচরে ৩৬ জুলাই শহীদদের স্মরণে ও দোয়া কামনায় সুবর্ণচর উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
বুধবার (০২ জুলাই) সকাল ৮ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত খাসেরহাট বাজার মসজিদ মার্কেটে উপজেলা জামায়াতের পক্ষ থেকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। ফ্রি চিকিৎসা সেবা প্রদানে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা জামায়াতে আমীর মাওলানা জামাল উদ্দিন ও ওলামা পরিষদের সভাপতি মাওলানা আহসান উল্লাহ।
এসময় ফ্রি চিকিৎসা সেবায় নিয়জিত ছিলেন, ডাঃ মো. বোরহান উদ্দিন, ডা. কাউসার, ডা. শামিম ও রাসেল আহমেদ ।