DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

রাজনীতি

পুরান ঢাকায় বিপণিবিতানের দখল নিতে যুবদলের দুই পক্ষের মধ্যে মারামারি

পুরান ঢাকার সোয়ারীঘাট এলাকায় এমটিসি টাওয়ার নামের বিপণিবিতানের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

স্টাফ রিপোর্টার
Printed Edition
Default Image - DS

পুরান ঢাকার সোয়ারীঘাট এলাকায় এমটিসি টাওয়ার নামের বিপণিবিতানের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত সোমবার বিকেলে এ ঘটনা ঘটেছে। স্থানীয় ও পুলিশ সূত্র বলছে, বিবদমান দুটি পক্ষই যুবদলের।

আহত ব্যক্তিরা হলেন আরমান আহমেদ (৩৫), মো. রাব্বি (২০), মো. মিজান (৪০), আলমগীর হোসেন (৩০), রুবেল শিকদার (২৭) ও আল আমিন (১৯)। তাঁদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে পাঁচজন চলে গেছেন। আরমান চিকিৎসাধীন। ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ জসিম উদ্দিন সংবাদ মাধ্যমকে বলেন, মারামারিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। চকবাজার থানা-পুলিশ সূত্র জানায়, এমটিসি টাওয়ার নামের বিপণিবিতানটি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজি সেলিমের দখলে ছিল। এখন বিপণিবিতানের দখল নিতে গতকাল বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। পুলিশ তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করছে।