দেশের শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা ও উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী। বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী গণসংযোগকালে লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা ও বাজার এলাকায় আয়োজিত পথসভায় তিনি এ আহ্বান জানান।
শাহজাহান চৌধুরী বলেন, “দাঁড়িপাল্লা উন্নয়ন, শান্তি ও ন্যায়ের প্রতীক। এই আসনে আমি দুইবার এমপি নির্বাচিত হয়ে জনগণের আমানত হিসেবে দায়িত্ব পালন করেছি। এলাকার সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়সহ বিভিন্ন খাতে যে উন্নয়ন করেছি- তা আজও দৃশ্যমান। আগামীতে জনগণ আমাকে সমর্থন দিলে আরও ব্যাপক উন্নয়ন ও কল্যাণের কাজ বাস্তবায়ন করব।”
তিনি আরও বলেন, বর্তমান সময় রাজনৈতিক স্থিতিশীলতা ও জনস্বার্থ রক্ষাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দাঁড়িপাল্লা প্রতীকে বিজয় নিশ্চিত করতে জনতার ঐক্যই পারে পরিবর্তনের ধারা ধরে রাখতে। পথসভায় লোহাগাড়া জামায়াতের আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারি মাওলানা আ ন ম নোমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা নূর হোসেন, আধুনগর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল কাদের, সেক্রেটারি জহিরুল ইসলামসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।