আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দ্বীতার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুলের জমাকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করেছেন।

শনিবার (৩ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মাসুদ এই ঘোষণা দেন।

মনোনয়নপত্র যাছাই-বাছাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর সাবেক ভিপি (চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী) জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর আবু জার গিফারী, সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমানসহ অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।