শরীয়তপুর সংবাদদাতা : যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক সভাপতি ড. মীর্যা গালিব বলেছেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে প্রজন্ম আমাদের দেশটাকে সামনে এগিয়ে নেয়ার চেষ্টা করেছে সেটি আমরা যে ভাবে আশা করেছিলাম, সেই ভাবে হয়নি। ১৯৭৫ সালে শেখ মজিবুর রহমানের হাত ধরেই গণতন্ত্র বাকশালে পরিনত হয়েছিল। একদলীয় শাসন ব্যবস্থায় চলে গিয়েছিল। এরপর জিয়াউর রহমানের হাত ধরে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়। আবার এরশাদের সময় সামরিক শাসনে চলে যায়। ৯১ তে আবার গণতন্ত্রে ফেরত আসি। এই গণতান্ত্রিক সময় গুলোতে অনেক ক্ষেত্রে কিছু উন্নতি হয়েছে। যেমন রাস্তাঘাট হয়েছে, মানুষ ভোট প্রদান করতে পেরেছে। কিন্তু অত্যন্ত দুঃখ জনক ভাবে শেখ হাসিনার হাত ধরে গত ১৫/১৬ বছর গণতন্ত্র থেকে আবার এক নায়তন্ত্র কায়েম হয়ে যায়। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা নিরবচ্ছিন্ন কোন গণতন্ত্র পাইনি।

তিনি আজ শনিবার বেলা ৯টায় শরীয়তপুরের গোসাইরহাট শামসুর রহমান বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে জামায়াতে ইসলামী গোসাইরহাট উপজেলা যুব ফোরামের উদ্যোগে আয়োজিত যুব সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন।

মীর্র্যা গালিব আরও বলেন, আমরা যদি সঠিক ভাবে গনতন্ত্র প্রাকটিস করতে পারতাম তাহলে আজকে দেশ যে অবস্থানে আছে সে অবস্থানে থাকতো না। অনেক ভালো থাকতো। গত সরকারের সময় আমাদেরকে শোষণ করে, আমাদের টেক্সের টাকায় ক্ষমতায় থেকে গুম-খুন করে দেশের টাকা বিদেশ পাচার করেছে এমপি, মন্ত্রী ও রাজনৈতিক বিদরা। তারা বিদেশে বড় বড় বাড়ি করে বিলাশ বহুল জীবন পরিচালনা করছে। অথচ এখনো আমরা তাদেরকে সমর্থন করছি। এই আহাম্মকি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। সৎ এবং ভালো মানুষদের নেতৃত্বে আনতে হবে। সৎ যোগ্য এবং ভালো মানুষদের নেতৃত্বে বসাতে না পারলে একটি সমাজ ও জাতির কোন দিন উন্নতি হবে না। সমাজ এবং রাষ্ট্রের কোন পরিবর্তন করতে পারবোনা। রাস্ট্রের এবং সমাজের পরিবর্তনে আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে।

যুব সম্মেলনে গোসাইরহাট উপজেলা জামায়াতের আমীর মো. বেলায়াত হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি সরকার নেওয়াজ শরীফের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর শরীয়তপুর জেলা আমীর মাওলানা আব্দুর রব হাশেমী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর নির্বাহী সদস্য ও শরীয়তপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মাদ আজহারুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর কে এম মকবুল হোসাইন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মজলিসে শূরা সদস্য মুহাম্মদ হাবিবুল্লাহ খান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা নাসির উদ্দীন, মুহাম্মদ শাহাবুদ্দীন, কাজী ইলিয়াস, শাহ জালাল চৌধুরী, মুহাম্মদ মুজিবুল হক, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবদুল বাতেন, গোসাইরহাট উপজেলা মুজাহিদ কমিটির ছদর মাওলানা মুহাম্মদ আবু তাহের, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আসাকুজ্জামান রাসেল, গোসাইরহাট উপজেলা পূজা কমিটির সভাপতি বিপ্লব কুমার দাস ও শরীয়তপুর জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের গোসাইরহাট উপজেলা সভাপতি মো. জিল্লুর রহমান প্রমুখ।