নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা : বান্দরবান জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট আবুল কালাম বিশিষ্ট জনদের নিয়ে এক মতবিনিময় সভা করেন।

বক্তারা বলেন, নাইক্ষ্যংছড়িতে জামায়াতের মাঠ উর্বর। নেতা-কর্মী ও সমর্থকদেরকে সৎ ও নিষ্টার সাথে কাজ করলে দাঁড়িপাল্লার জয় নিশ্চিত।

মঙ্গলবার (১০ জুন) সকাল সাড়ে ৯ টায় নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতি ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মৌলানা ওমর ফারুক সিরাজী।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান জেলা জামায়াতে ইসলামী আমীর এস এম আবদুস সালাম আজাদ।

মূখ্য আলোচক ছিলেন বান্দরবান ৩০০ আসন থেকে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মুহাম্মদ আবুল কালাম।

প্রধান অতিথি এস এম আবদুল সালাম আজাদ বলেন, আসুন পাহাড়ি-অপাহাড়ি, মুসলিম-অমুসলিম,মিলে-মিশে দেশ গড়ি। ভেদাভেদ ভূলে যাই। পাহাড়ে বসবাসকারী পাগাড়ি বলেন অপাহাড়ি বলেন সবাইর রক্ত লাল। মানুষের মধ্যে বিভেদ কেন? জামায়াতে ইসলামী এ বিভেদ দূর করতে সংগ্রাম -আন্দোলন করে আসছে পাহাড়ে-সমতলে।

এমপি পদপ্রার্থী এডভোকেট আবুল কালাম বলেন,আমি বলব আপনাদের ভাই। আমি সাধারণ পরিবারের সদস্য।

সাধারণ মানুষের বেদনা আমি বুঝি-জানি। তিনি বলেন,জামায়াত ইসলামী আশা করে আগামী সংসদ নির্বাচন হবে ফেয়ার। যার মাধ্যে বৈষম্যহীন রাষ্ট্র গঠন করা হবে। কারণ জামায়াত ইসলামী আল্লাহ দ্বীন কায়েমের মাধ্যে শান্তি চায়। তিনি বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী বৈষম্যহীন সূদ-ঘুষমুক্ত উন্নয়নধর্মী কাজ করতে প্রানান্ত চেষ্টা করছে। আমিও এর একজন নিরলস দায়িত্বশীল কর্মী।

তিনি আশান্বিত হয়ে বলেন, বিশিষ্টজনদের উন্নত মতামত আগামী জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান- নাইক্ষ্যংছড়ির জন্যে পথেয় হবে।