কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা: কলারোয়ায় জামায়াতের মনোনীত তালা - কলারোয়া( সাতক্ষীরা -১)আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ সাহেবের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ৫ জুলাই বেলা ১টায় কলারোয়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কলারোয়া উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামরুজ্জামান। কলারোয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূর্নীতি দমন কমিশনের পরিচালক ডঃ খান মোঃ মিজানুল ইসলাম সেলিম, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ওসমান গনি ,নায়েবে আমীর হাফিজুর রহমান প্রমুখ।