শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে দেয়া হবে না। গণহত্যা ও ফ্যাসিবাদীদের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। সরকারের ভেতরে-বাইরে থাকা ফ্যাসিবাদ ও তাদের দোসরদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানাই। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের মানুষ আল্লাহর আইন ও সৎ - ন্যায়পরায়ণ নেতৃত্ব চায়।
গতকাল শনিবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামী শাহজাদপুর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা রফিকুল ইসলাম খান এ সময় বলেন, ফ্যাসিবাদী শক্তি জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করেছিল। আজ তারাই জনগণের কাছে নিষিদ্ধ হয়ে গেছে। জামায়াত-শিবির সব বাধা অতিক্রম করে তার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা, তার মন্ত্রী, এমপি ও ফ্যাসিবাদীরা পালিয়ে গেছে। দেশের মানুষ নতুন স্বাধীনতা নতুন বাংলাদেশ পেয়েছে। নতুন বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তোলা হবে। শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ঠুস করে ভাষণ দেয়ার শখ জাগে পালিয়ে যাবার পর। হাসিনা ও তার দোসরদের দেশে ফিরে আসার আর সম্ভাবনা নেই। যদি আসতেই হয় ফাঁসির আসামী হয়ে আসতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাদপুর উপজেলা আমীর ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সিরাজগঞ্জ-০৬ (শাহজাদপুর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য আলহাজ্ব মাওলানা মোঃ রফিকুল ইসলাম খান উপরোক্ত কথাগুলো বলেন।
গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা মোঃ শাহীনুর আলম, সেক্রেটারি অধ্যাপক মাওলানা মোঃ জাহিদুল ইসলাম, সহকারি সেক্রেটারি জেনারেল অধ্যাপক মাওলানা মোঃ শহিদুল ইসলাম, বেলকুচি উপজেলা শাখার আমীর মোঃ আরিফুল ইসলাম সোহেল, উল্লাপাড়া উপজেলার আমীর অধ্যাপক শাহজাহান আলী, শাহজাদপুর উপজেলা শাখার সেক্রেটারি মাস্টার মাওলানা মোঃ আব্দুল মালেক, যুব জামায়াতের শাহজাদপুর উপজেলা সভাপতি মোঃ আবু ইসহাক ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন এর উপজেলা সভাপতি সহকারি অধ্যাপক মোঃ ফরহাদ হোসেন প্রমুখ। গণসমাবেশ শেষে সমাবেশস্থল থেকে জামায়াত নেতৃবৃন্দ বিশাল একটি মিছিল বের করে। মিছিলটি পৌর এলাকার উপজেলা পরিষদ চত্বর হয়ে সরকারি পাইলট মডেল হাইস্কুল মাঠে শেষ হয়। উক্ত সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয়, জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা : জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশে নির্বাচনব্যবস্থাকে দাফন ও গণতন্ত্রকে হত্যা করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। ২০০৮ সালে আওয়ামী লীগ ত্রিমুখী ষড়যন্ত্র আর গোপন সমঝোতা করে অবৈধভাবে ক্ষমতায় বসেছিল। এরপরে আর একটি নির্বাচনও সুষ্ঠু হয়নি, ২০১৮ সালেও দিনের ভোট রাতে দিয়ে বাক্স ভরেছে। প্রায় দেড় হাজার ছাত্র জনতার প্রাণের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। জুলাই বিপ্লবে হাসিনার বর্বরতা জাতিসংঘের তদন্তেও উঠে এসেছে। তাই খুনি হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। একই সাথে যৌক্তিক সংস্কার শেষে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে হবে। আগামীতে আর কাউকে মানুষের ভোটাধিকার কেড়ে নিতে দেয়া হবে না। শুধু গণতন্ত্র ধ্বংস নয়, ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশ থেকে ৩০ হাজার লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। তারা দেশের ব্যাংকগুলোকে ধ্বংস করে দিয়েছে।
তিনি শনিবার নাটোরের বড়াইগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিট দায়িত্বশীল শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন। উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম, নাটোর জেলা আমীর ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমীর অধ্যক্ষ মোহাম্মদ দেলোয়ার হোসাইন খান, জেলা সেক্রেটারি অধ্যাপক মোঃ সাদেকুর রহমান, রাজশাহী মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ শাহাদাত হোসাইন ও জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম বক্তব্য রাখেন।