বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, কে নমিনেশন পেল বা কার হাতে সবুজ সংকেত এলো, সেটা বড় বিষয় নয়। মূল বিষয় হলো আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করা।
তিনি বলেন, তবে যারা ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য দলের নির্দেশনা অমান্য করে, যারা তারেক রহমানের নির্দেশনা মানে না, তারা মূলত তার বাপকেও মানে না।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়ন বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হাবিবুর রহমান হাবিব বলেন, ধানের শীষকে হারানোর জন্য সামনে নানা প্রতিবন্ধকতা ও ষড়যন্ত্র আসবে। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি দেশনায়ক তারেক রহমানের সঠিক নেতৃত্বে এসব ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব হবে। এজন্য সবার ঐক্যবদ্ধ থাকা জরুরি।