জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আসন্ন নির্বাচনে তার সম্ভাব্য নির্বাচনী এলাকা ঢাকা-১৫ (মিরপুর-১৩) আসনে গণসংযোগ করেছেন। শুক্রবার তিনি মিরপুর -১৩ নম্বর এলাকায় অবস্থিত জামিয়া আরাবিয়া খাদিমুল ইসলাম মাদরাসা ও জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করেন। জুম্মার নামাজের আগে তিনি মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন জামায়াত আমীর।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোঃ তাসলিম, ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য মোঃ শহিদুল্লাহ, মিরপুর পূর্ব থানা আমীর শাহ আলম তুহিন, কাফরুল উত্তর থানা আমীর রেজাউল করিম মাহমুদ, থানা নায়েবে আমীর মোঃ আলাউদ্দিন, থানা সেক্রেটারি হাফেজ আশিকুর রহমান প্রমুখ।