ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগীয় সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় মহিলা বিভাগের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারী নাজমুন নাহার নীলু সাক্ষরিত প্রদত্ত বিবৃতিতে নূরুন্নিসা সিদ্দীকা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার দাবি করেছেন।
বিবৃতিতে নূরুন্নিসা সিদ্দীকা বলেন, দিনে দুপুরে প্রকাশ্যে এ ধরণের হামলায় দেশের নাগরিকের জানমালের নিরাপত্তা নিয়ে আমরা শংকিত। আমরা এই ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি করছি। এই ঘৃন্য হামলার সাথে জড়িতদের দ্রুত খুজে বের করে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি।
তিনি ওসমান হাদীকে পূর্ণ সুস্থতা কামনা করে আল্লাহর কাছে প্রার্থনা করেন।