পাবনার কোমরপুরে প্রিন্সিপাল ইকবাল হোসাইন দাঁড়িপাল্লার পক্ষে নির্বাচনি জনসংযোগ করেছেন। ৬ নভেম্বর (বৃহস্পতিবার) বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনসংযোগ করেছেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য,

পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং পাবনা-৫ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রিন্সিপাল মাওলানা ইকবাল হুসাইন।

পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডে নির্বাচনি গণসংযোগকালীন সময়ে প্রিন্সিপাল ইকবাল দক্ষিণ কোমরপুর, সদিরাজপুর এলাকার পথচারী, দোকানদার, কৃষক-শ্রমিকদের সাথে কুশল বিনিময় করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেয়ার আহ্বান জানান।

প্রিন্সিপাল ইকবাল বলেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে মানুষের ন্যায়বিচার নিশ্চিত করব। দেশের সম্পদ সুষম বণ্টন, শিক্ষার প্রসার, কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং বেকার সমস্যার সমাধানই হবে আমাদের প্রধান লক্ষ্য। দাঁড়িপাল্লা ইনসাফ, ন্যায় ও উন্নয়নের প্রতীক। তাই এ প্রতীকে ভোট দিয়ে আমাদেরকে বিজয়ী করুন।

প্রিন্সিপাল ইকবালের সাথে থাকা নেতাকর্মীরা এলাকার বাড়ি-বাড়ি গিয়ে এবং পথচারী জনতার হাতে লিফলেট তুলে দেন এবং ভোটারদের কাছে তার প্রতিশ্রুতিগুলো তুলে ধরেন। এ সময় সাধারণ মানুষ তাকে ঘিরে ধরেন এবং অনেকেই তার প্রতি সমর্থন ও আস্থা প্রকাশ করেন। নির্বাচনি গণসংযোগে বাস টার্মিনাল এলাকার ব্যবসায়ী, কৃষক, শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার কর্মপরিষদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দোগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফুল আলম হেলাল, সাদীপুর ইউনিয়ন জামায়াতে আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, সাদীপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ খাইরুল ইসলাম, দোগাছী ৮ নাম্বার ওয়ার্ডের সভাপতি ইঞ্জিনিয়ার তোবারক হোসেন, সেক্রেটারি আবু হানিফ, ৯ নাম্বার ওয়ার্ডের সভাপতি রফিকুল ইসলাম, সেক্রেটারি মোহাম্মদ মুরাদ হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দোগাছী ইউনিয়ন শাখার সভাপতি তমাল খান, সদর দক্ষিণ শাখার সভাপতি আব্দুল আওয়াল, সরকারি এডওয়ার্ড কলেজ শাখার অফিস সম্পাদক মেহেদী হাসান রুমনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।