দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : বাংলাদেশ আর ১৯৭২ সালের সংবিধানে ফিরে যাবে না, বরং ২০২৪ সালের জুলাই সনদের আলোকে দেশ পরিচালিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমীর আল্লামা মামুনুল হক। সম্প্রতি ৪টায় দাউদকান্দি পৌরসদরের মডেল মসজিদের সামনে শাহী ঈদগাহ মাঠে কুমিল্লা পশ্চিম জেলা খেলাফত মজলিস আয়োজিত এক বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস, কুমিল্লা পশ্চিম জেলা আমীর মুফতি আবু ইউসুফ মুন্সী। মামুনুল হক বলেন, “অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। প্রয়োজনে রাজপথে দূর্বার আন্দোলনের মাধ্যমে আমরা এ সনদ আদায় করবো, ইনশাআল্লাহ। ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের আকাঙ্ক্ষা শুধু আমাদের নয়, সকল ধর্ম-বর্ণের মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। জাতির মাঝে বৈষম্য দূরীকরণের লক্ষ্যে আমরা খেলাফতে রাশেদার নীতি অনুসরণ করবো।” তিনি আরও বলেন, দেশের জনগণ এখন পরিবর্তনের স্বপ্ন দেখছে। আর সেই পরিবর্তন সম্ভব হবে জুলাই সনদের বাস্তবায়নের মাধ্যমেই। গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, কুমিল্লা-১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আব্দুল হাই মক্কী,কুমিল্লা-২ আসনের এমপি প্রার্থী মাওলানা মোশাররফ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা পশ্চিম জেলার সহকারী সেক্রেটারি হাফেজ শরীফুজ্জামান।সমাবেশে বিপুলসংখ্যক স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানস্থল ছিল ব্যানার, পোস্টার আর শ্লোগানে মুখরিত। বক্তারা জুলাই সনদের পক্ষে জনমত গড়ে তুলতে মাঠপর্যায়ে আরও জোরদার প্রচারণা চালানোর আহ্বান জানান।
রাজনীতি
বাংলাদেশ ৭২-এর সংবিধানে ফিরবে না জুলাই সনদ অনুযায়ী চলবে
বাংলাদেশ আর ১৯৭২ সালের সংবিধানে ফিরে যাবে না, বরং ২০২৪ সালের জুলাই সনদের আলোকে দেশ পরিচালিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমীর আল্লামা মামুনুল হক।