রাজধানীর ডেমরা থানা বিএনপি ও ছাত্রদলের ১৪ জন সাবেক নেতা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) ডেমরার সারুলিয়া গরুর হাটে আয়োজিত এক নির্বাচনি জনসভায় ঢাকা-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ কামাল হোসেনের হাতে ফুল দিয়ে তারা জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
জামায়াতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন সারুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি এবং ডেমরা থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় জনসভায় উপস্থিত নেতাকর্মীরা নতুন সদস্যদের স্বাগত জানান।
জামায়াতে ইসলামীতে যোগদানকারী সাবেক বিএনপি ও ছাত্রদল নেতৃবৃন্দ হলেন—
সারুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী মো. জালাল উদ্দীন, ডেমরা থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নবী হোসেন সাগর।
অন্যান্যদের মধ্যে রয়েছে মো. মোজাফফর হোসেন পলাশ, মো. মোরশেদ আলী, মো. সাহিদুল ইসলাম, মো. জয়নাল আবেদীন, মো. ইলিয়াস মিয়া, মো. ইলিয়াস, মো. নজরুল ঢালী, মো. আল আমিন ঢালী, মো. সাইফুল ইসলাম রাজু, ওমর ফারুক, সুজন মিয়া, রিয়াজ বিন হেলালী।
নির্বাচনি জনসভায় বক্তারা বলেন, আদর্শিক রাজনীতি, সুশাসন ও জনকল্যাণমূলক কর্মসূচিতে অনুপ্রাণিত হয়েই তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
এ ধরনের যোগদানে দল আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন নেতারা।