ঢাকা-১৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে লিখিতভাবে তারেক রহমান বিরুদ্ধে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করছেন।

বুধবার (২১ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ তিনি।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ঢাকা-১৭ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমান ফ্ল্যাট ও ফ্যামিলি কার্ড মানুষকে প্রভাবিত করে। এটা আচরণবিধির লঙ্ঘন।

গত মঙ্গলবার রাজধানীর কড়াইল বস্তিতে এক জনসভায় বস্তিবাসীর জন্য সেখানে আধুনিক আবাসনের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন তারেক রহমান।

তিনি বলেন, ‘আগামীতে জনগণের ভোটে ক্ষমতায় গেলে কড়াইল বস্তিতে উঁচু ভবন করে দেয়া হবে। ছোট ছোট ফ্ল্যাট করে দিতে চাই, যার মালিক হবেন বস্তির বাসিন্দারা। বাচ্চাদের জন্য স্কুল করা হবে, করা হবে হাসপাতাল।’