বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কুতুবদিয়া-মহেশখালী আসনের সাবেক এম.পি ড. এ.এইচ.এম. হামিদুর রহমান আযাদ বলেছেন, সমাজের যেকোনো মানুষের প্রয়োজনে জামায়াতে ইসলামী মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয়। জামায়াতে ইসলামী সমাজের কল্যাণে মানবিক সহায়তা কার্যক্রম কোনো দলমত, ধর্ম-বর্ণের বিবেচনা করে না। মানুষ হিসেবে সকল বঞ্চিত-শোষিত ও অসহায় মানুষের পাশে জামায়াতে ইসলামী ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ।
গত ২৮ মে খুলনা যাওয়ার পথে সাগরে ঘূর্ণিঝড়ের কবলে নিহত কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার ধূরুংয়ের সতরুদ্দিন এলাকার নিহত মোঃ মোরশেদ, জিল্লু, রুবেল এবং আহতদের পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর উদ্যোগে সতরুদ্দিন ঘাটঘরে গতকাল শুক্রবার বিকালে আর্থিক সহায়তা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। আর্থিক সহায়তা প্রদানের সময় এতে আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ জাকের হোসাইন, উপজেলা জামায়াতের আমীর আ.স.ম. শাহরিয়ার চৌধুরী, সেক্রেটারী মাওঃ নুরুল আমিন, অধ্যক্ষ আবু মুছা ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।
তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় না গেলেও সমাজকল্যাণমূলক কাজ অব্যাহত রেখেছে। এই কার্যক্রম আরও ব্যাপক ভাবে করতে হলে রাষ্ট্র ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। আগামী দিনে শোষণ মুক্ত বৈষম্য হীন সমাজ প্রতিষ্ঠা করতে সৎ ও আদর্শ নেতৃত্ব প্রতিষ্ঠা ও টেকসই গনতন্ত্র পুনঃউদ্ধারে ইসলামি শক্তি কে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে হবে।
জুলাই অভ্যুত্থান প্রসঙ্গ টেনে হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই-আগস্টের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদদের আমরা দলীয় পরিচয় দিয়ে ছোট করতে ছাইনা। শহীদরা জাতির সম্পদ, দেশের স্বাধীনতা রক্ষায় তাঁরা নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। তারা জীবন দেওয়ার মাধ্যমে আমাদের এটাই শিখিয়েছেন, নিজের জীবনের চাইতে দেশ বড়। তাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এদেশের জনগণকে নিরাপত্তা প্রহরীর ভূমিকা পালন করতে হবে।
এদিকে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির কুতুবদিয়া উপজেলার আয়োজনে আন্ত: থানা ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন করেন। প্রেস বিজ্ঞপ্তি।