যুক্তরাষ্ট্রে রাজনৈতিক নেতাদের ওপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবীন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

তাজনুভা জাবীন তার পোস্টে লেখেন, রাজনীতিতে নারী হিসেবে সাইবার বুলিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের গালাগালি তাদের জন্য নিত্যনৈমিত্তিক বিষয়।

তবে নিউইয়র্কে তাসনিম জারাকে যে ভাষায় আক্রমণ করা হয়েছে এবং আখতার হোসেনের ওপর হামলা করা হয়েছে, তা বাংলাদেশের সরকারের সফরসঙ্গী হিসেবে এর চেয়ে নিন্দনীয় কিছু হতে পারে না।

তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারকে এর জবাব দিতে হবে। কেন তারা একমাত্র নারী রাজনৈতিক প্রতিনিধিকে নিরাপত্তা দিতে পারে নাই। শেইম!” তিনি আরও বলেন, যারা মুখে নারীর সম্মান নিয়ে কথা বলে, তারাই তাসনিম জারাকে আক্রমণের মুখে ফেলে রেখে গেছে।

এনসিপির এই নেত্রী মনে করেন, এই হামলার দায় সরকারকে অবশ্যই নিতে হবে। তিনি আখতার হোসেনকে ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে জীবন্ত প্রতীক’ হিসেবে উল্লেখ করে বলেন, যার আন্দোলনের কারণে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, তাকেই নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া লজ্জাজনক।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “নিজেরদের দলের সাংগঠনিক সফরে গিয়ে এই হামলার শিকার হলে এক কথা, সরকারের সাথে গিয়ে এই অবস্থা? বাংলাদেশ সরকারকে এর দায় অবশ্যই নিতে হবে।” তিনি জানান, এনসিপি রাজপথে এর জবাব বুঝে নিবে।