বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, “এই দেশটি লাখো শহীদের রক্ত আর ত্যাগের বিনিময়ে অর্জিত। সেই বিপ্লবের মাধ্যমে অর্জিত স্বাধীনতাকে টিকিয়ে রাখতে হলে প্রয়োজন নৈতিক চরিত্র, আল্লাহভীরু নেতৃত্ব ও ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠন। আজকে মুসলিম উম্মাহ নানা সংকটে নিপতিত, তার একমাত্র কারণ আল্লাহর দেওয়া পথ পরিত্যাগ করা। জামায়াত ইসলামী সেই পথেই কাজ করছে যে পথে সমাজে ন্যায়, সুবিচার ও শান্তি প্রতিষ্ঠিত হবে।”আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য, দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্বাচন।সৎ ও যোগ্য প্রার্থীদের নির্বাচিত করার মাধ্যমে এই দেশকে সমৃদ্ধ করতে হবে। তিনি গতকাল শুক্রবার বিকালে লোহাগাড়া উপজেলার পুটিবিলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পুটিবিলা জামায়াতের উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির মোহাম্মদ নাজিম উদ্দিন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা আইয়ুব ছাবের। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, লোহাগাড়া জামায়াত আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, উপজেলা জামায়াত নেতা কাজী মাওলানা নুরুল আলম, বটতলী শহর জামায়াতের আমীর অধ্যাপক জালাল আহমদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম।বক্তারা বলেন, দেশের বর্তমান সংকট নিরসনে আদর্শিক নেতৃত্বই একমাত্র পথ। জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের ত্যাগ, নিষ্ঠা ও কর্মদক্ষতার মাধ্যমেই জনগণের মাঝে আশার আলো জাগাতে হবে। ইসলামী আন্দোলনকে আরও বেগবান করতে ঘরে ঘরে দাওয়াত পৌঁছাতে হবে।
রাজনীতি
পুটিবিলায় দায়িত্বশীল সমাবেশে শাহজাহান চৌধুরী
বিপ্লবের মাধ্যমে অর্জিত স্বাধীনতা রক্ষা করতেই হবে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, “এই দেশটি লাখো শহীদের রক্ত আর ত্যাগের বিনিময়ে অর্জিত। সেই বিপ্লবের মাধ্যমে অর্জিত স্বাধীনতাকে
Printed Edition
