শাজাহানপুর (বগুড়া) সংবাদদাতা : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী গোলাম রব্বানী বলেন, আজকের তরুণ প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদেরকে সৎ, যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। শুধু শিক্ষিত হওয়াই যথেষ্ট নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠলেই তারা জাতির সম্পদে পরিণত হবে। শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে সমাজে, তাহলেই একটি আলোকিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
গত শনিবার দুপুর ১২টায় উপজেলার মানিকদিপা পলিপাড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আয়োজিত স্থানীয় স্থানীয় স্কুল মাঠে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
প্রধান অতিথি গোলাম রব্বানী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন কেবল ক্ষমতা পরিবর্তনের জন্য নয়, বরং দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা ঠিক করার জন্য। জনগণ যদি সৎ, যোগ্য ও আদর্শ প্রার্থীকে ভোট দেয়, তবে দেশ এগিয়ে যাবে ন্যায়, নীতি ও উন্নয়নের পথে।
তিনি বলেন, যদি জনগণ আমাদেরকে ভোট দিয়ে বিজয়ী করে, তবে ইনশাআল্লাহ আমরা দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করব, শিক্ষিত তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করব।
তিনি তরুণদের উদ্দেশে বলেন, আজকের শিক্ষিত তরুণ প্রজন্মকেই ভোটের মাধ্যমে পরিবর্তনের অগ্রভাগে দাঁড়াতে হবে। তোমাদের প্রথম ভোট হতে হবে ন্যায় ও সত্যের পক্ষে। দাঁড়িপাল্লায় ভোট দিয়ে একটি সৎ ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।
তিনি আরও বলেন, আমরা জনগণের জন্য রাজনীতি করি, ক্ষমতার জন্য নয়। শিক্ষার্থী, শিক্ষক, শ্রমিক, কৃষক সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। আসন্ন নির্বাচনে আপনারা দাঁড়িপাল্লার পক্ষে রায় দিন, ইনশাআল্লাহ আমরা দেশ ও জাতিকে নতুন দিশা দেখাতে সক্ষম হব।
আড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফজলুর রহমানের সভাপতিত্বে ও সমাজ কল্যাণ পরিষদের সেক্রেটারি মোঃ জাকারিয়া হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও আড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান, উপজেলা সেক্রেটারি ও গোহাইল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা শহিদুল ইসলাম, বামুনিয়া সমবায় ফাযিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল মতিন, খরনা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ মতিন এবং আড়িয়া ইউনিয়নের সেক্রেটারি ফিরোজ আহমেদ হাদী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আব্দুল ওয়াহাব, ছাত্রশিবিরের শাজাহানপুর দক্ষিণ সাংগঠনিক থানা শাখার সভাপতি জোবায়ের আহমেদ, রফিকুল ইসলাম, আক্তারুজ্জামান মানিক, আব্দুস সালাম, ফারুক হোসেন, আব্দুল খালেক, ইদ্রিস আলী, ইনতাজুর রহমান, ফারুক হোসেন প্রমুখ।