দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, রমযানের পবিত্রতা রক্ষা এবং মজলুম জননেতা এটিএম আজাহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে শুক্রবার রংপুর নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার উদ্যোগে আয়োজিত বাদ জুম্মা স্থানীয় সদর হাসপাতাল মসজিদের সম্মুখ থেকে এক বিরাট বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি রংপুর সিটি কর্পোরেশন, সিটি বাজার, সুপার মার্কেট, পায়রা চত্বর, জাহাজ কোম্পানী মোড়, প্রেসক্লাব, গ্রান্ডহোটেল মোড় হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন করে শাপলা চত্বরে গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান। এ সময় জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী ও আল আমীন হাসান সহ মহানগরীর নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।