বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সমন্বয় সভা চলাকালে মিলনায়তনের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সভায় দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম উপস্থিত ছিলেন।

সোমবার (২০ অক্টোবর) বগুড়ায় শহরের জেলা পরিষদ মিলনায়তন এলাকায় এই ককটেল নিক্ষেপ করা হয়।

স্থানীয়রা ও এনসিপি নেতারা জানিয়েছেন, জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির একটি অনুষ্ঠান চলছিল।

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপি নেতা সারজিস আলম। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত মিলনায়তের বাইরে ককটেল বিস্ফোরণ ঘটায়। তারা দুটি ককটেল নিক্ষেপ করে যার মধ্যে একটি বিস্ফোরিত হয় বলে জানা গেছে।

পরে সারজিস আলম ও তার সঙ্গীরা নিরাপদ স্থানে আশ্রয় নেন। বর্তমানে তাকে জেলা পরিষদ ভবনে রাখা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে সার্জিস আলম ফেসবুকে এক পোস্টে জানান, “বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে এনসিপির সাংগঠনিক সমন্বয় চলাকালীন সময়ে আমাদের ভেন্যু- অডিটোরিয়ামের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ হয়েছে...”