স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

চাঁদা দাবিসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতির পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গাজীপুর মহানগর বিএনপির চার নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। ৬ জুলাই ২০২৫ (রোববার) দলের সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোঃ তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন—গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল হালিম মোল্লা, মহানগর বিএনপির সাবেক সদস্য জিয়াউল হাসান স্বপন (জিএস স্বপন), এবং টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় আদর্শ ও সংহতির পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় এ চারজনকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

গাজীপুরের সাংবাদিক মহল থেকে ইঙ্গিত পাওয়া গেছে, রাজনৈতিক দ্বন্দ্ব ও অভ্যন্তরীণ কোন্দলকে ঘিরে এ বহিষ্কার ঘটেছে। স্থানীয় এক সাংবাদিক ফেসবুকে দেয়া একটি পোস্টে মন্তব্য করেছেন—“বিএনপির কোন কেন্দ্রীয় নেতা গাজীপুরের কোন কারখানা থেকে নামে-বেনামে কী নেন, সাংবাদিকরা সব জানে।

বহিষ্কারের সময়কে সামনে রেখে গাজীপুর মহানগর বিএনপির নতুন কমিটি গঠনের প্রস্তুতির দিকটিও সামনে চলে এসেছে। অনেকের মতে, অন্তর্দ্বন্দ্ব ও ক্ষমতার প্রতিযোগিতা থেকেই এই বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বহিষ্কৃত নেতারা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও তাদের ঘনিষ্ঠরা ক্ষোভ প্রকাশ করেছেন।

এ অবস্থায় রাজনৈতিক পর্যেবক্ষকরা বলছেন, “গাজীপুর মহানগরে বিএনপির সাংগঠনিক দুর্বলতা ও বিভাজনের এই বহিঃপ্রকাশ দলীয় ভবিষ্যতের জন্য হুমকি হতে পারে।