মঙ্গলবার ( ৪ মার্চ)স্থানীয় কমিউনিটি সেন্টারে আয়োজিত ওই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ, শিক্ষাবিদ, পেশাজীবী ও বিশিষ্ট নাগরিকরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, মেট্রো সদর থানা জামায়াতের আমীর এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ সালাহউদ্দিন আইউবী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য অধ্যাপক মু জামাল উদ্দিন, গাজীপুর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ হোসেন আলী। আলোচনায় অংশ নেন মাওলানা এমরান হোসাইন হাবিবি, মেট্রো সদর থানা জামায়াতের নায়েবে আমীর মোঃ ছাদেকুজ্জামান খান, মোঃ জালাল উদ্দিন, মাওলানা আব্দুর রব গাজী, সহকারী সেক্রেটারি তারেকুজ্জামান, মাওলানা মাহফুজুল্লাহ, মাওলানা আবু তাহের, ইঞ্জিনিয়ার এফ. এম. জাহিদ আহমেদ ও ইঞ্জিনিয়ার মোঃ গোলাম নজীবসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর থানা জামায়াতের সেক্রেটারি মোঃ রবিউল হক।

বক্তারা তাঁদের আলোচনায় ইসলামী সমাজ বিনির্মাণে যাকাত ব্যবস্থার গুরুত্ব ও সমাজ সংস্কারে ইসলামের ভূমিকা তুলে ধরেন। তাঁরা বলেন, সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

অনুষ্ঠানে মহানগরীর বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। সার্বিকভাবে, এ আয়োজনের মাধ্যমে সমাজের কল্যাণমূলক কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানানো হয়।