সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৩ আসনের জামায়াতের এমপি পদ প্রার্থী ড. ইকবাল হোসাইন সিদ্ধিরগঞ্জের চারটি থানার সমন্বয়ে নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে নির্বাচনী গণমিছিল করেন। গত ৩ অক্টোবর বিকাল ৪ ঘটিকায় প্রায় হাজার খাকেন নেতা কর্মী ও সমর্থক উক্ত গণমিছিলে অংশ নেয়। এসময় মুহুর মুহুর স্লোগানে এক জনসমুদ্রে পরিণত হয় । চিটাগাংরোড় মিনার মসজিদ থেকে শুরু করে মৌচাক, মিজমিজি, পাইনাদি নতুন মহল্লা, আব্দুল আলির পুল হয়ে সানারপাড় গিয়ে গণমিছিলটি শেষ হয়। এসময় এলাকার জনগণের মধ্যে বেশ উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। উক্ত মিছিলটি নেতৃত্ব দেন নারায়নগঞ্জ মহানগরের সহকারী সেক্রেটারি জামাল হোসাইন।
মিছিল শুরুর আগমুহুর্তে চিটাগাংরোড় চৌরাস্তায় সংক্ষিপ্ত আলোচানায় এমপি পদ পার্থী ডঃ ইকবাল হোসাইন বলেন, সম্মানীত সিদ্ধিরগঞ্জবাসি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর বিশ্বনন্দিত ইসলামী চিন্তাবিদ, ইসলামীক স্কলার ডাঃ সফিকুর রহমানের সালাম নিন দাঁড়িপাল্লায় ভোট দিন। আমি ড. ইকবাল হোসাইন নারায়নগঞ্জ ৩ আগণের (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) দাঁড়িপাল্লা প্রতিকে এমপি পদের জন্য মনোনিত হয়েছি। ২০২৬ সালের ফেব্রুয়ারীতে বর্তমান সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। আগামী ফেব্রুয়ারীর নির্বাচনে জামায়াতে ইসলামীর কোন আপত্তি নেই। তবে যেন তেন নির্বাচন জামায়াত মেনে নেবে না। নির্বাচনের সুষ্ঠ পরিবেশ তৈরি করতে হবে। নির্বাচনের আগে গত সতেরো বছরে যে খুন গুম ও নির্যাতনের জননী খুনি হাসিনার বিচার অবশ্যই দৃশ্যমান হতেই হবে। জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন হতে হবে। জামায়াতের যে দাবি পিআর পদ্ধতি গেণ পি আর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের ব্যবস্থা করতে হবে। এ পদ্ধতিতে নির্বাচন হলে নির্বাচনে সন্ত্রাস কমবে। টাকার মাধ্যমে ভোটার কেনা বেচা কমবে। সর্বপরি এ পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের ভোট বিফলে যাবে না। জামায়াতে ইসলামী আগামীতে নির্বাচিত হলে সমাজে সন্ত্রাস থাকবেনা, চাদাবাজি থাকবেনা, দখলবাজি থাকবেনা, মাদক ব্যবসায়ীদের আস্থানা থাকবেনা। আমরা কথা দিচ্ছি দুর্নীতি থাকবে না, রাহাজানি থাকবেনা। এখন সিদ্ধান্ত আপনাদের। আপনারা কি ন্যায়ের পথে থাকবেন নাকি অন্যায়কে প্রস্রয় দিবেন।
উক্ত গণমিছিলে আরো যারা উপস্থিত ছিলেন তারা হলেন, সিদ্ধিরগঞ্জ উত্তর থানা আমীর মাওলানা মোস্তফা কামাল, সিদ্ধিরগঞ্জ পশ্চিমের থানা আমীর মাহাবুবুর রহমান, দক্ষিণ থানার নায়েবে আমীর আব্দুল গফুর, তানজিমুল উম্মাহ হফ্যি মাদরাসা নারায়নগঞ্জ শাখার প্রিন্সিপাল কবির হোসাইন প্রমুখ।