বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ড. হামিদুর রহমান আজাদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই জুলাই সনদের ভিত্তিতে হতে হবে। জুলাই আন্দোলনকে ধারণ করে আগামীর বাংলাদেশ পরিচালিত করতে হবে। অন্যথায় পুনরায় প্রিয় মাতৃভূমি দেশবিরোধীদের কবলে পড়বে বলে মন্তব্য করেন তিনি।

সোমবার (২০ অক্টোবর) কক্সবাজার জেলা জামায়াতের বিশেষ রুকন সম্মেলন (কক্সবাজার শহর অঞ্চল) শহরতলী লিংক রোডের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য ও সাবেক কক্সবাজার জেলা জামায়াতের আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান।

জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, কক্সবাজার ৩ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শহিদুল আলম বাহাদুর ও মাওলানা শফিউল হক জিহাদী। উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি শামসুল আলম বাহাদুর, দেলাওয়ার হোছাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মু. সিরাজুল ইসলাম, কক্সবাজার শহর আমীর ও চকরিয়া পেকুয়া আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকসহ জেলা কর্মপরিষদের অন্যান্য সদস্য ও উপজেলা আমীর- সেক্রেটারিসহ নেতৃবৃন্দ। সম্মেলনে কক্সবাজার শহর, সদর, রামু, ঈদগাঁও, উখিয়া, টেকনাফ, মহেশখালী দক্ষিণ, আইনজীবী, শ্রম ও উলামা বিভাগের পুরুষ-মহিলা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে সকাল সাড়ে ৯টায় চকরিয়া জোনের রুকন সম্মেলন স্থানীয় কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। এতে বক্তব্য রাখেন চকরিয়া পেকুয়া আসনে জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক। আরো বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, অফিস সেক্রেটারী অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, কর্মপরিষদ সদস্য আখতার আহমদ। সম্মেলনে চকরিয়া উপজেলা, পৌরসভা, মাতামুহুরী, পেকুয়া, কুতুবদিয়া ও মহেশখালী উত্তর শাখার আমীর সেক্রেটারি এবং পুরুষ - মহিলা সদস্যবৃন্দ ( রুকন) উপস্থিত ছিলেন।