ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৪৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বাধীন অংশ। গতকাল শুক্রবার রাজধানীর গুলশানে একটি হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।
সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ভোটের মাঠে সব দলের ‘সমান সুযোগ নিশ্চিত না হলে’ নির্বাচন থেকে ‘সরে আসারও’ কথা বিবেচনা করা হতে পারে।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, সারা দেশে আমাদের নেতাকর্মীরা একটি উৎসবমুখর নির্বাচনের অপেক্ষায় রয়েছে। অনেক আসনে একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকায় প্রার্থী বাছাই করতে হিমশিম খেতে হয়েছে। যাচাই–বাছাই শেষে আজ আমরা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করছি। আমরা এখনো আশা করি, অন্তর্র্বতী সরকার জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণে সমান সুযোগ দেবে।
সাংবাদিক সম্মেলনে দলের প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, এস এম আব্দুল মান্নান, মিজানুর রহমান, সাইফুদ্দিন আহমেদ মিলন, এডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, ইকবাল হোসেন তাপস, শেরীফা কাদের, ফকরুল ইমামসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।