জামায়াতে ইসলামী
রংপুর অফিস : রংপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন দায়িত্বশীলদের শিক্ষাশিবির সম্প্রতি বৃহস্পতিবার নগরীর মডেল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত দায়িত্বশীলদের শিক্ষা শিবিরে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। শিক্ষা শিবিরে জেলা জামায়াতে ইসলামীর ইউনিয়ন দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় ও সম্প্রীতি সমাবেশ
গাইবান্ধা : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় ও সম্প্রীতি সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিকালে উপজেলার দরবস্ত ইউনিয়নের ২নং ওয়ার্ডের হিন্দুপাড়ায় ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা ডা. আব্দুর রহিম সরকার।
দরবস্ত ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুর রউফ বি এস-সি’র সভাপতিত্বে ও সহ-সেক্রেটারি জিএম লিচু মন্ডলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর জননেতা আবুল হোসেন সরকার, সহ-সেক্রেটারি মশিউর রহমান, প্রচার ও মিডিয়া সম্পাদক আব্দুল হান্নান, ২নং ওয়ার্ড সভাপতি আব্দুর রাজ্জাক, সেক্রেটারি শাইনুর ইসলাম, কোমরপুর জামে মসজিদের ঈমাম হাফেজ আবু ঈমাম, ওলামা পরিষদের সহ-সভাপতি ইউনুস আলী মানিক, ডা. এ.টি.এম আজহারুল ইসলাম প্রমুখ। সভায় ভিন্ন ধর্মাবলম্বীর লোকজন তাদের মতামত তুলে ধরেন।
বিএনপি
ফুলবাড়ী, দিনাজপুর : দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১০ নং হরিরামপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন এর উদ্যোগে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। মধ্যপাড়া খনিজ শিল্পাঞ্চলের নিকটবর্তী বেলঘাট সুলতানপুর সরকারিপ্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি এন্তাজুল হক মাস্টারের সভাপতিত্বে এ যৌথ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানেপ্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি এ জেড রেজওয়ানুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাবেক মেয়র এ জেড মেনহাজুল হক, উপজেলা বিএনপি'র সহ সভাপতি অহিদুল হক সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোখলেছুর রহমান।
ফুলবাড়ী (দিনাজপুর) : দ্রুত নির্বাচন না দিলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার মাথা চাড়া দিবে। আওয়ামী লীগ ফ্যাসিবাদ সরকার এখনও গণতন্ত্র নস্যাৎ করার জন্য দেশ বিদেশে ষড়যন্ত্র করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং ৩১ দফা বাস্তবায়নের লক্ষে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়া প্রয়োজন। এজন্য তত্ত্বাবধায়ক সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। তা না হলে ফ্যাসিবাদদের উত্থান ঘটবে। গত সোমবার বিকেল সাড়ে ৪টায় ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য দিনাজপুর-৫, সফল আহব্বায়ক দিনাজপুর জেলা বিএনপির সদস্য, কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সভাপতি পার্বতীপুর উপজেলা বিএনপি’র আলহাজ্ব এ.জেড এম রেজওয়ানুল হক।
যৌথ সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন, খয়েরবাড়ী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ শামিম উল ইসলাম। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, সাবেক ভিপি ফুলবাড়ী সরকারি কলেজ ও সম্মানিত সদস্য দিনাজপুর জেলা বিএনপি, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাক আহমেদ চৌধুরী খোকন।
নীলফামারী
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই নীলফামারী-০১ আসনের সাবেক সংসদ সদস্য ও নীলফামারী জেলা বিএনপি’র সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে তার নিজ জেলা নীলফামারী। তুহিনের মুক্তির দাবিতে গত মঙ্গলবার সকাল হতে জেলার সকল উপজেলা হতে মিছিল সহকারে জেলা শহরে সমবেত হতে থাকে নেতাকর্মীরা। এক পর্যায়ে দুপুরের পর মিছিলের শহরে পরিনত হয় নীলফামারী। বন্ধ হয়ে যায় জেলা শহরের যান চলাচল। জেলা কার্যালয়ে সমবেত নেতা কর্মীদের নিয়ে জেলা বিএনপি’র সভাপতি আলমগীর সরকারের নেতৃত্বে বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা জেলা শহরে মিছিল শেষে ডিসি’র মোড়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী নাইক্ষ্যংছড়ি উপজেলা শ্রমিক দলের বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ। সম্প্রতি উপজেলার রেস্ট হাউজ থেকে র্যালিটি শুরু হয়ে নাইক্ষ্যংছড়ি সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কয়েক শত সদস্য। র্যালিতে লাল পতাকা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ও সাবেক প্রধান মন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যানার ও বিভিন্ন স্লোগানে প্রান্তিক শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মুখরিত হয়ে ওঠে নাইক্ষ্যংছড়ি সদরের পুরো এলাকা। পরে উপজেলা চত্বরে আয়োজিত সমাবেশে শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও সুষ্ঠু মজুরি কাঠামোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।