চকরিয়ার মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান রোববার (৮ জুন) লালব্রিজ এলাকাস্থ ঈদমনি মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মাতামুহুরী উপজেলা আমীর মাওলানা ফরিদুল আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি হোসনে মোবারকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য প্রার্থী আবদুল্লাহ আল ফারুক। তিনি- লবণ, মৎস্য শিল্পসহ বিভিন্ন প্রাকৃতিক সম্পদে ভরপুর চকরিয়া উপজেলার ৭টি ইউনিয়নের সমন্বয়ে মাতামুহুরীকে অবিলম্বে প্রশাসনিক উপজেলা বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, আমি শুধু জামায়াতে ইসলামীর প্রার্থী নই, আমি হারবাং-বরইতলী গ্রামের সন্তান হলেও চকরিয়া-পেকুয়ার সর্বস্তরের জনসাধারণের প্রার্থী। তাই দলমত ধর্ম-বর্ণ নির্বিশেষে আমি আপনাদের সমর্থন প্রত্যাশা করি। তিনি বলেন, বৈষম্যহীন উপজেলা গঠনে উন্নয়ন বঞ্চিত মাতামুহুরীর সার্বিক উন্নয়নে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। এতে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বশর, পেকুয়া উপজেলা আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন, চকরিয়া পৌর আমীর আরিফুল কবির, ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা সেক্রেটারি মীর মোহাম্মদ আবু তালহা, উপজেলা উত্তরের সাবেক আমীর মাওলানা ছাবের আহমদ ফারুকী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন রিমন ছাত্রনেতা মুছা ইবনে হোসাইন বিপ্লব, জামায়াত নেতা আরিফুর রহমান চৌধুরী মানিক, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান, মাতামুহুরী উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা ওমর আলী ও মাতামুহুরী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুর রশিদ। এসময় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জামায়াত নেতা আবদুল্লাহ আল ফারুক লালব্রিজ স্টেশন এলাকায় গণসংযোগ করেন এবং সর্বস্তরের মানুষের সাথে সালাম ও কুশলাদি বিনিময় করেন।