লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ -২ (লৌহজং -টঙ্গীবাড়ী) আসনের মনোনিত প্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করিম নির্বাচনী গন সংযোগ ও পথ সভা করেছেন। শুক্রবার দিন ব্যাপী তিনি মুন্সীগঞ্জ-২ আসনের লৌহজং উপজেলার গাঁওদিয়া ও পালগাঁও বাজারে নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন। এ সময় তিনি বলেন, এযাবৎকালে আমরা অনেক তন্ত্র-মন্ত্র দিয়ে দেশ পরিচালনা করতে দেখেছি কিন্তু কোনো তন্ত্র-মন্ত্র শান্তি দিতে পারে নাই। এবার সুযোগ এসেছে মানুষের তন্ত্র মন্ত্র ছুড়ে ফেলে আল্লাহর আইন দিয়ে শান্তিপূর্ণ ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার।

যার প্রচেষ্টাই বাংলাদেশ জামায়াতে ইসলামী করে আসছে। তাই শান্তিপূর্ণ ন্যায় ও ইনসাফভিত্তিক প্রতিষ্ঠা করতে এবার সকলকে জামায়াতের দাঁড়িপাল্লার পক্ষে কাজ করার জন্য আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাঁওদিয়া ইউনিয়নের সভাপতি মো: আলমগীর হোসেন, সেক্রেটারি ও ওয়ার্ড সভাপতি, সেক্রেটারিসহ স্হানীয় জামায়াতের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা।