জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, অমিত সম্ভাবনা থাকা সত্ত্বেও রাজনৈতিক সঠিক পদক্ষেপ ও সৎ নেতৃত্বের কারণে মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। দুর্নীতি ও লুটপাটের কারণে কতিপয় নেতাদের আর্থিক উন্নতি হলেও সমাজের ছিন্নমূল মানুষের কোন উপকার হয়না। জামায়াত সমাজের সকল বৈষম্য দূর করে সকলের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়। কারণ ইনসাফভিত্তিক সমাজ ছাড়া সমাজের সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। মানুষের প্রত্যাশা পূরণে জামায়াতের সকল স্তরের জনশক্তিকে কাজ করতে হবে।
তিনি বলেন, জামায়াত মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। তাই যে কোন দুর্যোগে সামর্থ্যের সবটুকু নিয়ে মানবতার পাশে দাঁড়ায়। শীতে কাঁপছে পুরো দেশ। এতে টাণ্ডাজনিত রোগের প্রকোপ বাড়ছে। অসহায় হতদরিদ্র মানুষের দুঃখ-দুর্দশা ক্রমশই বাড়ছে। এমন পরিস্থিতিতে সারাদেশের ন্যায় সিলেটেও জামায়াত অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। এর ধারা অব্যাহত রাখতে হবে।
গতকাল বৃহস্পতিবার সিলেট মহানগরীর জালালাবাদ থানার ৩৯নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে স্থানীয় টুকেরগাও এলাকায় সুবিধা বঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ৩৯নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ফয়সাল আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি সাব্বির আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জালালাবাদ থানা আমীর ক্বারী মাওলানা আলা উদ্দিন ও সেক্রেটারি মাওলানা জুনাইদ আল-হাবিব। ওয়ার্ড সহকারী সেক্রেটারি মাষ্টার কবির আহমদ, শাহপুর দক্ষিণ পাড়া জামে মসজিদের মোতাওয়াল্লী কয়েস আহমদ, টুকেরগাও গ্রামের বিশিষ্ট মুরব্বী জাকারিয়া আহমদ ও নুরু মিয়া, শাহপুরের বিশিষ্ট মুরব্বি রায়হান উদ্দীন ও নোয়াগাওর বিশিষ্ট মুরব্বি বাদশাহ মিয়া প্রমুখ।