বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন পার্লামেন্টে গুণগত পরিবর্তনের জন্য অপরিহার্য, এ পদ্ধতির মাধ্যমে সকল ভোটের সঠিক প্রতিফলন ঘটে, ছোট দল ও সংখ্যালঘুরাও প্রতিনিধিত্বের সুযোগ পায় এবং সমঝোতা-ভিত্তিক গণতন্ত্র চর্চা নিশ্চিত হয়।

শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী বাকলিয়া থানা বাছাইকৃত দিনব্যাপী কর্মীশিক্ষা শিবির অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি বক্তব্যে তিনি আরও বলেন, আমাদের কর্মীদের ধৈয্য, প্রজ্ঞা ও নৈতিকতার উচ্চমান অর্জনের চেষ্টা ক্রমাগত চালিয়ে যাওয়ার এবং মানুষকে মর্যাদা ও আন্তরিকতার মাধম্যে দ্বীনের পথে নিয়ে আসার আহবান জানান।

প্রধান বক্তা মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, দাওয়াতি কার্যক্রম, সাংগঠনিক অগ্রগতি এবং আসন্ন নির্বাচনে করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন, এবং আলেম-ওলামার ঐক্য যেন কোনোভাবেই বিঘ্নিত না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। জুলাই আন্দোলনের আবেগ অনুভূতি নিয়ে যেন কেউ ষড়যন্ত্র করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকার আহবান জানান।

আখিরাতমুখী চিন্তা ও আত্মশুদ্ধির ওপর প্রেরণামূলক দারসুল কুরআন পেশ করেন মহানগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা খাইরুল বাশার। তিনি বলেন, আখিরাতের সফলতার সবচেয়ে বড় মাধ্যম হলো নামাজ, তাই আমাদের সকলকে নামাজের ব্যাপারে যত্নশীল হতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মোহাম্মদ ইউনুস বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে কর্মীদের ভূমিকার বিষয়ে বাস্তবমুখী ও সময়োপযোগী দিকনির্দেশনা প্রদান করেন।

ডা. এ কে এম ফজলুল হক বলেন, সৎ, যোগ্য ও আদর্শবান প্রতিনিধিদের সংসদে পাঠানো হলে জাতীয় জীবনে ইতিবাচক পরিবর্তন সম্ভব। তালিমুল কুরআন ক্লাস পরিচালনা করেন ক্বারী মাওলানা মুহাম্মদ এহসানুল হক।

বাকলিয়া থানা আমীর সুলতান আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি নুর আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি তানজীর হোসেন জুয়েল। এতে আরও উপস্থিত ছিলেন বাকলিয়া থানা নায়েবে আমীর আবুল মনসুর, অফিস ও বিএম সেক্রেটারি ইঞ্জিনিয়ার জমির আলম, দাওয়াহ সেক্রেটারি সিরাজুল ইসলাম খান,ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা ফরিদ উদ্দিন, প্রশিক্ষণ সেক্রেটারি এম. নাসির, সমাজসেবা সেক্রেটারি আহমদুল হক , ১৭ নম্বর ওয়ার্ড আমির কামাল হোসাইন, ১৮ নম্বর ওয়ার্ড আমির ওয়াহিদ মোরশেদ, ১৯ নম্বর ওয়ার্ড আমির শেখ আহমদ, ১৭ নম্বর সেক্রেটারি ওয়াহিদুল হক চৌধুরী এবং ১৯ নম্বর সেক্রেটারি সুলতান ইয়াসিন।