জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দেশের ও জনগণের স্বার্থে আমরা গণভোটে না ভোট দেব এবং আমরা জনগণকে না ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবো। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টির (জাপা) ১৯৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে।

গতকাল মঙ্গলবার রাজধানীর গ্র্যান্ড প্যালেস হোটেলের ব্যানকুয়েট হলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের তালিকা ঘোষণা করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

জিএম কাদের বলেন, ‘আমাদের দেশে ওনারা (অন্তর্বর্তী সরকার) স্বৈরাচার বন্ধ করার নামে সংবিধানে যে সংশোধনীগুলো করেছেন, সেখানে চিফ এক্সিকিউটিভ বা যারা প্রধান নির্বাহী বা প্রাইম মিনিস্টার তাকে কোনো রকম ক্ষমতাই দেওয়া হয়নি। তার হাত পা চার পাশে বেধে দেওয়া হয়েছে।

আপনি স্বৈরাচার বন্ধ করবেন কিন্তু করতে গিয়ে দেশ চালাবে কিভাবে? একটা দেশ চালানো যে মানুষকে যখন আপনি দায়িত্ব দেবেন তাকে ক্ষমতা দিতে হবে। ক্ষমতা যদি না দেন সে কোনদিন দায়িত্ব পালন করতে পারবেন না।’

তিনি বলেন, ‘কাজেই আজকে যারা আজকে যারা প্রধানমন্ত্রী হবেন মনে করছেন বা স্বপ্ন দেখছেন তাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এই সংবিধান সংশোধন যা করা হয়েছে এটা বেআইনি সংবিধান বিরুদ্ধ এবং এটা অবাস্তব। সত্যিকার কথা বলতে এটা বাস্তবায়ন হলে দেশ ধ্বংসের পথে এগিয়ে যাবে। দেশে কোনো রকম কোনো স্থিতিশীলতা থাকবে না।