বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বর্তমানে গুরুত্বপূর্ণ কাজ হবে নির্বাচনী কাজ। এ ব্যাপারে গ্রাম-বাংলার মানুষের কাছে যাওয়া, সম্পর্ক তৈরি করে গভীর সম্পর্কের মধ্যে আস্থার জায়গায় উত্তীর্ণ হতে হবে। এজন্য ঘরে বসে থাকলে হবে না, ব্যক্তিগত সুপারভিশন বাড়াতে হবে।
গতকাল শনিবার রাজধানীর মগবাজারস্থ আলফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামী ময়মনসিংহ অঞ্চল, বি-বাড়িয়া জেলা ও খুলনা মহানগরীর আসন প্রার্থী, আসন পরিচালক ও আসন সদস্য সচিবদের নিয়ে লিডারশিপ ট্রেনিং-২০২৫-এর সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ড. ছামিউল হক ফারুকী, আবদুস সাদেক ভূঁইয়া, খন্দকার জাকারিয়া আহমেদ প্রমুখ।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তার বক্তব্যে আরো বলেন, প্রশিক্ষণের পর নিজ এলাকায় গিয়ে সংশ্লিষ্ট কমিটিতে করণীয়, সকল কাজের অবস্থা, বাস্তব পর্যালোচনা করে যথার্থ পরিকল্পনা গ্রহণ করা এখন সময়ের দাবি। বিশেষ করে আমাদের হাজার কাজের ব্যস্ততার মাঝে ভোটারদের সাথে যোগাযোগ ও গণমুখী যোগাযোগ বাড়িয়ে দেয়া দরকার।
তিনি বলেন, কোনো বৈঠকই বন্ধ করা যাবে না। বরং কাজের সাথে নির্বাচনী তৎপরতার ভারসাম্য রক্ষা করে সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ নির্বাচনী কাঠামো যোগাযোগ ও সমাজের সকল শ্রেণির জনতার কাছে পৌঁছানো এবং তাদের খোঁজ-খবর নেয়া, সুখ-দুঃখের সাথী হয়ে মাঠে-ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। তিনি আরো বলেন, নিজেদের পরিচিতি ও গণচরিত্রের অধিকারী হওয়া আপনাদের সময়ের অনিবার্য দাবি। নেতৃত্বের কোয়ালিটি আল্লাহর পক্ষ থেকে আসে, তবে এ ব্যাপারে আমাদের আরো সমৃদ্ধ হয়ে মোহনীয় শক্তির অধিকারী হওয়া দরকার। প্রেস বিজ্ঞপ্তি।