ডাকসু ও জাকসু নির্বাচনে রাসূলুল্লাহর বিপ্লবী চেতনায় উজ্জীবিত এক ঝাঁক মেধাবী ও চৌকস ছাত্রদের বিজয়ের মাধ্যমে এটাই প্রমাণিত হয়েছে যে, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে মুফাসসিরদের শীর্ষ সংগঠন বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে রাজধানীর আল ফালাহ মিলনায়তনে আয়োজিত "আদর্শ জাতি গঠনে রাসুলুল্লাহর চিন্তাধারা" শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও ওলামা বিভাগের কেন্দ্রীয় সভাপতি মাওলানা আব্দুল হালিম প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সংগঠনের সভাপতি অধ্যাপক আনম রশীদ আহমাদ আল মাদানীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ আজহারীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা তারিক মুনাওয়ার, মজলিসুল মুফাসসিলেনের কেন্দ্রীয় উপদেষ্টা ও মুফাসসির জোন ঢাকা মহানগরী উত্তরের সভাপতি ড. আবুল কালাম আজাদ বাশার, চরমোনাই এর মরহুম পীর সাহেব মাওলানা ইসহাক রহ এর সন্তান সাইয়েদ রশিদ আহমদ ফেরদৌস, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও প্রখ্যাত মুফাসসিরে কুরআন ড. ফয়জুল হক, ওলামা বিভাগ ঢাকা মহানগরী উত্তরের সাবেক সভাপতি ড. হাবিবুর রহমান, বর্তমান সভাপতি ড. মীম আতিকুল্লাহ।
প্রধান অতিথি আরও বলেন অনেক সংগ্রাম ও ত্যাগের বিনিময় বাংলাদেশের অন্যতম দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামী ইতিমধ্যে বিশ্বজুড়ে স্বীকৃতি লাভ করেছে। বিগত ফ্যাসিবাদী আমলে সংগঠনের হাজার হাজার নেতাকর্মী বছরের পর বছর কারাগারে ছিলেন, গুম হয়েছেন, শহীদ হয়েছেন, ছাত্রী সংস্থা ও মহিলা জামায়াতের হাজার হাজার মা-বোনদেরকে নির্যাতন করা হয়েছে। জেলে যেতে হয়েছে। যুগের পরে যুগ এই জমিনে অসংখ্য আলেমের রক্ত ঝরেছে। আল্লামা সাঈদীকে জীবন দিতে হয়েছে। সেই নজিরবিহীন ত্যাগ ও কোরবানির বিনিময়ে আল্লাহ এই পরিবেশ সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, যারা এই সংগঠনকে মুছে ফেলতে চেয়েছেন আল্লাহ তাদেরকেই জমিন থেকে মুছে ফেলে দিয়েছেন।
আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন আদর্শ জাতি গঠনে রাসূলুল্লাহ চিন্তাধারার বিকল্প নেই। মসজিদের ইমাম খতিব ও বক্তাদেরকে রাসূলুল্লাহর বিপ্লবী জীবন, চিন্তা চেতনা লালনের ও দৈনন্দিন জীবনে প্রতিপালনের মাধ্যমে জাতিকে আলোকিত করতে হবে। তাছাড়া ইসলামের বিজয় ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প নেই। তাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে এক উম্মাহ হিসেবে আমাদেরকে কাজ করতে হবে।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মুফতি মাসুদুর রহমান, ড. কামরুল হাসান শাহীন, মাওলানা জহিরুল ইসলাম জাবেরী, সাদেক মোহাম্মদ ইয়াকুব আল আজহারী, মোল্লা নাজমুল হাসান, মাওলানা আজিজ আল কাউসার, মুফতি মনিরুল ইসলাম, হাফেজ বেলাল হোসাইনসহ মহানগর উত্তরের বাছাইকৃত শতাধিক মুফাসসিরগন।